বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর সামস-উল আলম বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আহম্মাদ আলী, অধ্যাপক তাইজুল ইসলাম, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক খাজা আব্দুল গণি, অধ্যাপক আক্কাছ আলী, অধ্যাপক লাইজু আক্তার, সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, সহকারী অধ্যাপক এমদাদুল হক, ডা. গাজী তৌহিদুল আলম সনি, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কলেজ থিয়েটারের সিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে তিন শতাধিক ফলদ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমবিএইচ/এএটি