ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৫৩৭৯ জন উত্তীর্ণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৫৩৭৯ জন উত্তীর্ণ

ঢাকা: ৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় মোট ৫ হাজার ৩৭৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে জানিয়েছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন।

তিনি জানান, টেলিটক মোবাইল থেকে এসএমএস এবং পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) লগইন করে ফল জানা যাবে।

এসএমএস-এ ফল পেতে PSC 37 Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে।

গত ফেব্রুয়ারি-মার্চে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন।
 
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭/আপডেট: ১৮২২ ঘণ্টা
আরএএ/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।