ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
হাবিপ্রবিতে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হাবিপ্রবিতে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ও হেকেপ প্রকল্পের অর্থায়নে ‘রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস’ শীর্ষক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা সমাপ্ত হয়।

কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন ভালো শিক্ষকের কাজ শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে হতে হবে একজন দক্ষ গবেষকও। আপনারা ১০ দিন ব্যাপী রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়ে যে প্রায়োগিক জ্ঞান লাভ করেছেন, আশা করি তা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবেন।

গত ১৭ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে ২৬ অক্টোবর সমাপ্ত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।