ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাজার শিক্ষার্থীকে পোশাক দিলো নোয়াখালী পৌরসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
হাজার শিক্ষার্থীকে পোশাক দিলো নোয়াখালী পৌরসভা হাজার শিক্ষার্থীকে পোশাক দিলো নোয়াখালী পৌরসভা

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী এক হাজার শিক্ষার্থীর মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। 

২০১৭-১৮ অর্থ বছরে নোয়াখালী পৌরসভার দরিদ্র হ্রাসকরণ পরিকল্পনার আওতায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এ পোশাক বিতরণ অনুষ্ঠান হয়।  

নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যা সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সুপার একেএম জহিরুল ইসলাম।

এসময় নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, সচিব শ্যামল দত্ত, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, আহসান হাবিব হাসান, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বাবলু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।