বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে শিশু স্বার্থ সংশ্লিষ্ট এই ‘না সমাবেশ'’ অনুষ্ঠিত হয়।
'পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতায় না, নিপীড়নমূলক শিক্ষায় না, ছুটির দিনে লেখাপড়া না, সহিংসতায় শিশুর ব্যবহার না, খেলার মাঠ ও শহীদ মিনার ব্যতীত বিদ্যালয় না, মাদক না, খাদ্যে ভেজাল না,'' এসব লেখাযুক্ত প্লাকার্ড সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বহন করছিলো।
খেলাঘর আয়োজিত ওই সমাবেশে শিক্ষার্থীদের এসব লেখা দেখিয়ে তাদের অভিভাবক ও উপস্থিত শিশুদের এসব দাবির ব্যাপারে সজাগ থাকতে বলেন আইভী।
আইভী বলেন, 'আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আমরা যেভাবে শেখাবো তারা সেভাবেই শিখবে। '’ শিশুদের হাতে বহন করা প্লাকার্ডের দাবিকে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে তিনি।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জেডএম/