জানা গেছে, শুক্রবার (০৩ নভেম্বর) নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুরু হয়ে শনিবার (০৪ নভেম্বর) শেষ হবে। তাই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া হোয়াটসঅ্যাপ, ইমো ও নির্দিস্ট মোবাইল নম্বরে অর্থ লেনদেনের কথাও বলা হচ্ছে।
নোবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ ধরনের ফেসবুক আইডি, গ্রুপ ও মোবাইল নম্বর থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (WWW.NSTU.EDU.BD) ও ফেসবুক গ্রুপ (NSTU PUBLIC RELATIONS নোবিপ্রবি জনসংযোগ) এর সহায়তা নেয়ার নির্দেশনা দেন তিনি। অন্যথায় জালিয়াতি চক্রের কোনো অপ্রীতিকর ঘটনার দায় নেবে না বিশ্ববিদ্যালয়, এও উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ