ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে উপাচার্যসহ ৩৬ বিভাগের সভাপতি বরাবর চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনটির সভাপতি ইমরান নাদিম ও সাধারণ  সম্পাদক নজীর আমিন চৌধুরী জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় নির্ধারিত ভর্তি ফি’র বাইরে অন্যায্যভাবে বিভাগ উন্নয়ন ফি নামে বিবিধ রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্টহারে অর্থ আদায় করা হয়।

১৯৭৩ সালের অধ্যাদেশের সঙ্গে সঙ্গতিহীন এই ফি আদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে।  

উপাচার্য দাবি আমলে নিয়ে ভর্তির সময় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানান।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘন্টা, নভেম্বর ৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।