শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জুমা’র নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইদ্রিস আলী।
তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি বিভাগে অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে সকালে ঢাবির এই প্রবীণ অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক এ কে এম ইদ্রিস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় প্রশাসনিক ও একাডেমিক কাজে তার ভূমিকা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য তার রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসকেবি/বিএস