সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ প্রদান করেছেন।
‘তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। ’
বিশ্ববিদ্যালয়টির ভিসির মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কোষাধ্যক্ষ শামসুর রহমান। তার বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ প্রদানসহ নানা অভিযোগ উঠে। তার অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমআইএইচ/এমএ