ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিসি ক্যামেরার আওতায় বেরোবি ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
সিসি ক্যামেরার আওতায় বেরোবি ক্যাম্পাস ১০টি সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক তদারকির জন্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে নিজ দফতরে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগানো ১০টি সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে, সর্বোপরি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুই প্রধান ফটকে ২টি করে ৪টি, চার একাডেমিক ভবনে ৪টি, ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি করে মোট ১০টি ক্যামেরা চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমগ্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোপূর্বে প্রশাসনিক ও উপাচার্য ভবনে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।  

এ সময় পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সব হল, আবাসিক এলাকাসহ পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরসহ উপাচার্য দপ্তর এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।