ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে আগামী ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় চতুর্থ সমাবর্তন ২০১৮ এর স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বুধবার চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশনের শেষ সময় থাকলেও গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েটদের কথা বিবেচনা করে তা বাড়িয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

ওই দিন রাত ১২টা পর্যন্ত অনলাইন ছাড়াও ঢাকাস্থ রেস্ট হাউজ (কল্যাণপুর, রোড নম্বর-৫, বাসা নম্বর-৩) ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় ফরম পূরণ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

আগামী ৭ জানুয়ারি ইবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd/convocation থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।