ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২ শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক দুই শিক্ষার্থী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে বিভিন্ন ডিভাইসসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুর কালিয়াকৈরের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান ও টাঙ্গাইলের মধুপুরের আবুল কাশেমের ছেলে ছানোয়ার হোসেন।

দুইজনের মধ্যে মেহেদী রাজা জি সি দেব হাইস্কুল এবং ছানোয়ার লিডিং ইউনিভার্সিটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

রাত ৯টা পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষকরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বাংলানিউজকে বলেন, ওই দুই শিক্ষার্থী পরীক্ষার সময়ে কানের ভেতরে ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষক তাদের আটক করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।