রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলার ৯১টি প্রাথমিক ও ইবতেদায়ির ৮৩টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।
এদিকে, পরীক্ষার প্রথম দিন জেলায় ইংরেজি বিষয়ে প্রাথমিক সমাপনীতে ১৯০১ জন এবং ইবতেদায়িতে ১০৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বাংলানিউজকে জানান, প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, এ বছর জেলায় প্রাথমিক সমাপনী এবং ইফতেদায়ি মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৪৬১৮৪ শিক্ষার্থী। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ৩৮৬৬৭ জন এবং ইফতেদায়িতে রয়েছে ৭৫১৭জন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এনটি