ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে প্রাথমিক-ইবতেদায়িতে ছেলেরা বেশি অনুপস্থিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মৌলভীবাজারে প্রাথমিক-ইবতেদায়িতে ছেলেরা বেশি অনুপস্থিত মৌলভীবাজারে পিইসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

মৌলভীবাজার: জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় ১৬২৯ জন অংশ নেয়নি।  এদের মধ্যে ছেলেদের অনুপস্থিতি ছিল বেশি।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলার ১০৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী ছিলো ৪৫,১৯৪ জন।

  এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৪২,০৪৬ জন এবং ইবতেদায়িতে রয়েছে ৩১৪৮ জন। যাদের মধ্যে মোট ১৬২৯ জন অনুপস্থিতি ছিল।

আরো জানা যায়, মোট অনুপস্থিতির মধ্যে ৯৫২ ছাত্র ও ৬৭৭ ছাত্রী রয়েছে। প্রাথমিক সমাপনীতে অনুপস্থিতির মধ্যে ৭৬২ ছেলে ও ৫৮৬ জন মেয়ে। ইবতেদায়িতে ১৯০ জন ছাত্র ও ৯১ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্ত্তী বাংলানিউজকে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে বেশ স্বতঃস্ফুর্ততা দেখা গেছে। তবে অনুপস্থিতির মধ্যে ছেলেদের সংখ্যা বেশি ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।