ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনীর তৃতীয় দিনে অনুপস্থিত ৮৮৫ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
প্রাথমিক সমাপনীর তৃতীয় দিনে অনুপস্থিত ৮৮৫ জন

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ছিল ৮৮৫ জন শিক্ষার্থী। বহিষ্কার হয়েছে ১৯ জন।

তৃতীয় দিন মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হয়েছে।  
 
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, এ নিয়ে প্রাথমিক সমাপনীতে মোট অনুপস্থিতির সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৮ হাজার ৫৮৭ জনে।

অনুপস্থিতির হার ৩ দশমিক ৮৭ শতাংশ।
 
অপরদিকে ইবতেদায়ি সমাপনীতে মোট অনুপস্থিতি ৩৯ হাজার ৬৪০ জন। অনুপস্থিতির হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
 
গত ১৯ নভেম্বর শুরু হওয়া পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে মোট ৬টি বিষয়ে প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  
দুই সমাপনীতে এ বছর ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন অংশ নিচ্ছে। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়ীতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।