বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রলীগ নেতারা।
থানায় সোপর্দ করা তিনজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র (সেশন ২০১৩-১৪) সাব্বির রহমান শিহাব, ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের মো. রাব্বী হোসেন ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মো. শরীফুজ্জামান বাঁধন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বুধবার (২২ নভেম্বর ) রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কবি সুফিয়া কামাল হলের প্রথম বর্ষের তিন ছাত্রীকে ইভটিজিং করে ঢাকা কলেজের রাব্বীসহ কয়েকজন ছাত্র। এ ঘটনায় জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সম্পাদক সায়েমসহ কয়েকজন তাদের মারধর করেন। বিষয়টি ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার সিদ্দিকী সিসিম পরে মীমাংসার চেষ্টা করেন।
পরে রাব্বী তার বন্ধু স্যার এএফ রহমান হলের ছাত্রলীগ কর্মী শিহাবকে নিয়ে সায়েমকে (জহরুল হক হল) রাতে মারধর করেন বাংলা একাডেমির সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইভটিজিং ও মারধর নিয়ে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মধুর ক্যান্টিনে অভিযুক্তদের ডেকে আনেন। পরে সিদ্ধান্ত নিয়ে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন দলের নেতারা।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাংলানিউজকে বলেন, ইভটিজিং করার কারণে তিনজনকে থানা হাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এলে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসকেবি/এএ