বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন রুবেল।
আয়োজকরা জানান, দু’দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সেমিনার, খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া দ্বিতীয় দিন শুক্রবার (০১ ডিসেম্বর) সভা, পুরস্কার বিতরণী, কমেডি শো ‘মিরাক্কেল’, ‘বে অব বেঙ্গল’ ও ‘রিম’ মিউজিক্যাল ক্লাব সঙ্গীতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মোক্ত থাকবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. রাশেদ তালুকদার।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআরএস