বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট শাখা থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকাটি রেজিস্ট্রার ভবনের ২০৭ নম্বর কক্ষের নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে।
** ঢাবি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু
নির্বাচনের তফসিল অনুযায়ী ঢাকার বাইরের ৪২টি কেন্দ্র ও ঢাকার ৩টি কেন্দ্রে আগামী ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ২০১৮ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির ৪৬ ধারা অনুযায়ী এ নির্বাচন পরিচালিত হবে।
ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং দুপুর ১টা পর্যন্ত চলবে। আগামী ২১ জানুয়ারি (রবিবার) ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসকেবি/জিপি