ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের যুগপূর্তি উৎসব শুরু    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের যুগপূর্তি উৎসব শুরু     শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের যুগপূর্তি উৎসব-ছবি-বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের দুই দিনব্যাপী এক যুগপপূর্তি  উৎসব শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়।  

শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এক সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন রুবেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সৈয়দা মারজানা রাজ্জাকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রক্টর জহির উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক এটিএম শাহিদুল হক মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি আবুল হোসাইন, মহিউদ্দিন, রাজিব হোসেন হিরা, সংগঠনের সাধারণ সম্পাদক মাহির মাহমুদ খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, নেছার উদ্দিন প্রমুখ।  

সংগঠনের সভাপতি মহিউদ্দীন জানান, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।