ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষায় ‘ই’ ইউনিটে পাশের হার ২২ শতাংশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ইবির ভর্তি পরীক্ষায় ‘ই’ ইউনিটে পাশের হার ২২ শতাংশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে ‘ই’ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

জানা যায়, প্রকাশিত ফলাফলে পাশের হার ২২.৯৩ শতাংশ।

সে হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ হাজার ৮২৮ জন উত্তীর্ণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ‘ই’ ইউনিটের সদস্য অধ্যাপক ড. মনজারুল হক ও মো. নজরুল ইস্লান।

শুক্রবার (০১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৩ হাজার ২৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ১ হাজার ৮৭২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।  

ভর্তি পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।