ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি’র ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
নোবিপ্রবি’র ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল ইসলাম নুহাশ, কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব ও আব্দুর রাকিব এবং অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম নাইম।

তারা বিশ্ববিদ্যালয়ের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও আনসার সদস্যকে মারধরের অভিযোগে তাদের বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া বহিষ্কৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।