রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবি’র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।
সেমিনারে পদ্মাসেতু প্রকল্প, বিদ্যুতায়ন, মেট্রোরেল, নতুন ব্রডগেজ রেলপথ স্থাপনা, নদীপথ খনন ও সম্প্রসারণ, যানজট নিরসন বিষয়ের ওপর আলোচনা করেন সাবেক গভর্নর ফরাস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফরিদ উদ্দিন অর্থনীতির উন্নয়নে অধিকতর গবেষণার ওপর জোর দেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
আরআইএস/