ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সিএসই ফেস্ট-২০১৭’র উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সিএসই ফেস্ট-২০১৭’র উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০১৭’র উদ্বোধন করা হয়েছে। এতে সারা দেশের প্রায় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. কামাল হোসেন চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।


দুই দিনব্যাপী (৪ ও ৫ ডিসেম্বর) এ আয়োজনে থাকছে, আন্ত‍ঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, প্রজেক্ট শোকেজিংসহ আরও অন্যান্য ইভেন্ট।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছানের উপস্থাপনায় বক্তারা প্রোগ্রামিং এর বিভিন্ন সম্ভাবনাময় দিক এবং প্রোগ্রামারদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।