মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্ট্যাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফ্রন্ট্রের জেলা আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাবু রাজকুমার সরকার, অধ্যক্ষ আব্দুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ আলমগীর আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন- শিক্ষার্থীদের জিম্মি করে ‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এটা সরকারকে বেকায়দায় ফেলার কৌশল। যেহেতু সব শিক্ষকই সরকারি বিধি মেনে চাকরিতে প্রবেশ করে, সে কারণে কাউকে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই উচিত নয়।
বিসিএস শিক্ষা ক্যাডারদের চলমান আন্দোলনের প্রতিবাদে আগামী ১০ ডিসেম্বর রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ডাক দেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসএস/ওএইচ/