ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আনিসুল হকের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
আনিসুল হকের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে উপাচার্য বলেন, 'আনিসুল হকের অকাল মৃত্যুতে জাতি একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তিত্বকে হারিয়েছে।

টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠান নির্মাতা, ব্যবসায়ী এবং একজন রাজনীতিবিদ হিসেবে আনিসুল হক সবার কাছে প্রিয়পাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছিলেন। ডিএনসিসির মেয়র নির্বাচিত হয়ে তিনি অল্প সময়ের মধ্যেই জনকল্যাণ এবং সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে প্রশাসক হিসেবেও আদৃত হয়েছেন। তার অকাল মৃত্যুতে সুন্দর ও পরিপাটি ঢাকা দর্শনের স্বপ্ন অপূর্ণই রয়ে গেলো। তার মতো নিবেদিত প্রাণ জনপ্রতিনিধিকে হারানোর ক্ষতিপূরণ হওয়ার নয়'।

উপাচার্য আনিসুল হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।