ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বর্ধিত ফি বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বর্ধিত ফি বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন বর্ধিত ফি বাতিলের দাবিতে ইবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের বর্ধিত ফি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময়ের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অবস্থান ধর্মঘট পালনসহ গণআন্দোলনের ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত শিক্ষাবর্ষে মানবিক, আইন, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহে ৩ হাজার ২শ’ টাকা থেকে ৫ হাজার ৭শ’ টাকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত। তবে এ বছর মানবিক ও আইন অনুষদভুক্ত বিভাগ সমূহে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ১১ হাজার ৮১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগ সমূহে ১২ হাজার ৪১৫ টাকা এবং বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহে ১৩ হাজার ৩১৫ টাকা লাগবে।

এর আগে বর্ধিত ফির বৃদ্ধির প্রতিবাদে ১০ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার একই প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।