ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৪র্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা হয়নি বরগুনার ২৪৮ বিদ্যালয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
৪র্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা হয়নি বরগুনার ২৪৮ বিদ্যালয়ে

বরগুনা: চলমান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা নেওয়া হয়নি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় জেলা প্রশাসনের নির্দেশনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।  

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরে নতুন প্রশ্ন করে পুনরায় বিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।