ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন সাদেকা হালিম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন সাদেকা হালিম অধ্যাপক ড. সাদেকা হালিম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. সাদেকা হালিম।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার বিশ্ববিদালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ নির্বাচনের ফল ঘোষণা করেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।



এতে সমাজবিজ্ঞান বিভাগ থেকে নীলদলের প্রার্থী অধ্যাপক সাদেকা হালিম ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাদাদলের প্রার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী পান ৯২ ভোট।

অধ্যাপক সাদেকা হালিম ভারপ্রাপ্ত ডিন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।