ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক বাকী 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জবি শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক বাকী 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি ২০১৭-২০১৮ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে সর্বাধিক ভোট পেয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও পরিচালক (গবেষণা) ড. এ কে এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী নির্বাচিত হয়েছেন। 

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ৬২৪ জন ভোটারের মধ্যে ৪৬৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে জয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস সামাদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে- মাইক্রো বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. লীমা হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক শিল্পী রানী সাহা, মাকেটিং বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, ফিন্যান্স বিভাগের প্রভাষক মো. ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ডিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।