ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সারথি বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
সারথি বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিভিন্ন বিভাগের ১ম বর্ষ বিএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের পাঁচজন মেধাবী ছাত্রকে ‘সারথি বৃত্তি’ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ডিসম্বের) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সারথির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. পিয়াল কুমার দাশ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।



উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন- প্রান্ত দাস (পরিসংখ্যান), সঞ্জয় চাকী (ফার্মেসি), তন্ময় কুমার (ভূগোল ও পরিবেশ), অমিত রায় (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং পিয়াল সাহা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান)।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।