ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনের উদ্যোগ উপাচার্যকেই নিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ডাকসু নির্বাচনের উদ্যোগ উপাচার্যকেই নিতে হবে ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অপরাজেয় বাংলার সামনে উন্মুক্ত সংলাপের দৃশ্য; ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্যকেই নিতে হবে মনে করেন বিশিষ্টজনেরা।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত উন্মুক্ত সংলাপে বক্তারা এভাবেই এ বিষয়ে তাদের অভিন্ন অভিমত তুলে ধরেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাবির বর্ষীয়ান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন,'বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের অন্যতম অনুষঙ্গ ছাত্র সংসদ নির্বাচন৷ সরকার ছাত্র সংসদ নির্বাচনে বাধা দেয়,এমন ধারণা ভ্রান্ত৷ আসলে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিতে হবে উপাচার্যকেই৷ এটা করার পথে ছাত্র সংগঠন,বিশ্ববিদ্যালয়ের আচার্য (মহামান্য রাষ্ট্রপতি) কেউই তো কোনো বিরোধিতা করছেন না৷তাছাড়া নির্বাচন করার পক্ষে তো আদালতেরও নির্দেশনা আছে,রাষ্ট্রপতির সম্মতি আছে।

তাছাড়া সাধারণ শিক্ষার্থীরাও চান, ডাকসু নির্বাচন হতেই হবে৷

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমাদের প্রকৃত গণতন্ত্রায়ন এখনো হয়নি৷ ক্রমাগত অধিকতর অগণতান্ত্রিকতার দিকেই আমরা গিয়েছি৷অনেকে বলেন,ডাকসু নির্বাচন দিলে মারামারি-হানাহানি হবে৷তাদের আমি একটু খোঁজ নিতে বলবো, যখন ডাকসু সচল ছিল তখন বেশি হানাহানি হয়েছে, নাকি গত ২৭ বছরে বেশি হয়েছে? আবার অনেকে বলেন, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির জন্যই ডাকসু নির্বাচন দরকার।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন নন্দীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ডাকসুর সাবেক জিএস মোরশেদ আলী, সাবেক জিএস ডা. মোস্তাক হোসেন, ডাকসুর সাবেক সদস্য ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)  কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, অনশনকারী ওয়ালিদ আশরাফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) সভাপতি নাঈমা খালেদ মনিকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসকেবি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।