ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. মিজান, সম্পাদক ড. অলিউল্লাহ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. মিজান, সম্পাদক ড. অলিউল্লাহ ইবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলিউল্ল্যাহ।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে-২০১৮ এ বিএনপি-জামায়াত পন্থি অধ্যাপক ড. মিজানুর রহমান সভাপতি ও অধ্যাপক ড. অলিউল্ল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ৩৫২ জন ভোটারের মধ্যে ২৯২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মিজানুর রহমান ১৬৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. অলিউল্ল্যাহ ১৪৪ ভোট পেয়ে জয় লাভ করেন।

একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শহীদ মোহা. রেজোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন-অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মো. আবু সিনা, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, অধ্যাপক ড. মো. মতিনুর রহমান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. নুরুন্নাহার, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও জনাব মো. আনিচুর রহমান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. লুৎফর রহমান ও জনাব সাজ্জাদুর রহমান টিটু।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।