ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বেরোবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

বেরোবি (রংপুর):  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালোব্যাজ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দমদমা বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।  

সহকারী প্রক্টর আতিউর রহমানের সঞ্চালনায় ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ আয়োজক কমিটির আহ্বায়ক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশের বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বরের মতো ন্যাক্কারজনক একটি দিনের জন্ম দিয়েছিল পাকিস্তানি হায়েনারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে এখনও যারা দেশের বিপক্ষে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের নির্মূল করতে হবে। সচেতন থাকতে হবে যাতে সেই ষড়যন্ত্রকারীরা মাথা তুলে দাঁড়াতে না পারে।  

এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য-সচিব মশিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. গোলাম মোস্তফা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা 

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।  

এর আগে সকালে বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর বিভিন্ন অনুষদের ডিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।