শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর বাউন্ডারী রোড এলাকায় এ দু’টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ২৯৯ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পিইডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম জানান, ট্যালেন্টপুলে ৩ হাজার টাকা ও সাধারণ বৃত্তির জন্য প্রতি শিক্ষার্থীকে ২ হাজার টাকা প্রদান করা হবে।
তিনি জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে ১৩৭ জন, চতুর্থ শ্রেণিতে ৮৩ জন ও পঞ্চম শ্রেণিতে ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমএএএম/আরআই