ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাটিডালী হাইস্কুলে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মাটিডালী হাইস্কুলে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান, (ছবি: বাংলানিউজ)

বগুড়া: বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয়ে ওয়েবসাইট ও ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব হামিদ তারার সভাপতিত্বে ডিসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে উন্নত প্রযুক্তির ব্যবহার শিখতে হবে।

নয়তো তোমরা সবাই পিছিয়ে পড়বে। এ কারণে তোমাদের মতো শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শেখার কোনো বিকল্প নেই।
 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লাল মিয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।