ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ফরিদ উল ইসলাম রোববার (১৭ ডিসেম্বর) কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন (মামলা নম্বর-৩৮) বলে সোমবার (১৮ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জালিয়াতির মামলায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- ‘বি’ ইউনিটের সাদ আহমেদ (১৯) (১ম শিফট, রোল: ২১৩৬০৬), মো. রিফাত সরকার যত্ন (২০) (২য় শিফট, রোল: ২১৪৮৭০), শামস্ বিন শাহরিয়ার (২০) (৪র্থ শিফট, রোল: ২৭১০৬৮), ‘সি’ ইউনিটের মো. আহসান হাবিব (১৭) (২য় শিফট, রোল: ৩১২৪২৬), মো. শাহরিয়ার আল সানি, (১৯) (২য় শিফট, রোল: ৩১২১২৯), ‘এফ’ ইউনিটের মো. রোকসান-উজ-জামান (১৯) (৪র্থ শিফট, রোল: ৬৭০০৯৬)।

অভিযুক্তদের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রশাসন রোববারই তাদের জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় এবং মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।