ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফিয়েস্টা’ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফিয়েস্টা’ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সায়েন্স ফিয়েস্টা’ শুরু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান।

উদ্বোধন শেষে টিএসসিসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা।

ক্লাবের সভাপতি নূর-ই-ইশরাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন।

ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ও সদস্য ইশরাত জাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় বুধবার প্রজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স টক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রুবিকস কিউব সমাধানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও উদ্ভাবক অংশ নেন। এছাড়া টিএসসিসি চত্বরে কয়েকটি স্টলে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন প্রদর্শন করা হয়।

বিকেল ৩টায় ‘সায়েন্স টক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি’র সাধারণ সম্পাদক মুনির হাসান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পোস্টার প্রেজেন্টেশন, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন ও সায়েন্স শো’র মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।