ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে শিক্ষার্থীকে দলে ভেড়াতে হাতাহাতি, আহত ৩

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
শেকৃবিতে শিক্ষার্থীকে দলে ভেড়াতে হাতাহাতি, আহত ৩

শেকৃবি: শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথম বর্ষে ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে নিজেদের দলে নিতে ঢাকা ও কুমিল্লা আঞ্চলিক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা গ্রুপের তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ ব্যাচের মাকসুদুল হাসান নামের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই চত্বরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

দুই পক্ষেরই দাবি, তারা আগে হামলার শিকার হয়েছেন।

তবে কারো দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে নিজেদের গ্রুপে রাখতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এতেই আহতের এ ঘটনা ঘটে।

আহতদের বন্ধু ঢাকা গ্রুপের শিক্ষার্থী রিয়াজ সিফাত বাংলানিউজকে বলেন, হাতাহাতিতে মাকসুদুল হাসানের মাথা ফেটে যায়। অনিকের ডান হাত কেটে গেছে এবং শাহাদাত আহত হয়েছে। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।  

এ ঘটনায় আহত মাকসুদুল হাসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুদ্র নাথ টিটুনের নেতৃত্বে ৩০ জন আমার ও আমার বন্ধুদের উপর পরিকল্পিতভাবে হামলা করে।

হাতাহাতির বিষয়ে জানতে চাইলে রুদ্র নাথ টিটুন বাংলানিউজকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, আমরা দুই পক্ষকেই অভিযোগ দিতে বলেছি। এবং ছাত্রলীগকে সুরহা করতে বলেছি। তারা না পারলে আমরা তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।