ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দায়িত্ব নিলেন ইবি’র আইন অনুষদের নতুন ডিন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
দায়িত্ব নিলেন ইবি’র আইন অনুষদের নতুন ডিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. রেবা মণ্ডল। 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. রেবা মণ্ডল। 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আইন অনুষদের ডিন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন ডিন আইন ও বিচার বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল ওই বিভাগের অধ্যাপক ড. নুরুন্নাহারের স্থলাভিষিক্ত হন।

 

সংশ্লিষ্ট ডিন অফিস সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. নুরুন্নাহারের দুই বছরের মেয়াদ শেষ হয়। এরপর ২১ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. রাশদ আসকারী নতুন ডিন হিসেবে অধ্যাপক ড. রেবা মণ্ডলকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের উপস্থাপনায় ও সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. নুরুরন্নাহারের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যপক ড. সেলিম তোহা।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন  আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল হক, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. আকরামুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।