সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
নেতৃদ্বয় বলেন, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবি ন্যায্য।
তারা বলেন, এ দুর্মূল্যের বাজারে শিক্ষকদের সঙ্গে এ বৈষম্য চলতে পারে না। শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান, সঙ্গে সঙ্গে অনশন এটা সরকারের জন্য সম্মানজনক নয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নেতৃদ্বয় বলেন, আপনি শিক্ষকদের সম্মান করতে চেষ্টা করুন। শিক্ষকরাও আপনাকে সম্মান করবে।
প্রধান শিক্ষকের সঙ্গে বেতন বৈষম্য দূরীকরণে তিনদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন প্রাইমারির সহকারী শিক্ষকরা। এরই মধ্যে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বিএস