ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বড়বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বড়বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৪৩নং বড়বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বিদ্যালয়ের মাঠে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন- দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, সিনিয়র সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ প্রমুখ।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।