শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের পাসের হার ৮৯.১৮ শতাংশ এবং ইবতেদায়িতে এই হার ৮৯.৪৬ শতাংশ।
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৪ হাজার ২শ’ ৬৬ জন শিক্ষার্থী।
আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৩শ’৯৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে মধ্যে ৩শ’ ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩শ’ ১৪ জন পরীক্ষার্থী।
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ। এবার প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন, এবং ইবতেদায়িতে পাঁচ হাজার ২৩ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআইজে/এইচএ/