ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি: কমেছে পাসের হার ও জিপিএ-৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জেএসসি-জেডিসি: কমেছে পাসের হার ও জিপিএ-৫ মোবাইলে পরীক্ষার ফল দেখছেন অভিভাবকরা। ছবি: বাদল/বাংলানিউজ

ঢাকা: এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গতবারের তুলনায় শিক্ষার্থী পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

এবার জেএসসি-জেডিসিতে মোট ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন।  

শতাংশের হিসেবে এ হার ৮৩ দশমিক ৬৫। গত বছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪১ শতাংশ কম।  

এর মধ্যে শুধু জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।  

গত বছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ছিলো ৯৩ দশমিক ০৬ শতাংশ। শতাংশের দিক থেকে যা কমেছে ৯ দশমিক ৪১।  

এদিকে পাসের হারের সঙ্গে এবছর গতবারের তুলনায় ৫৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ কম পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। ২০১৬ সালে এ সংখ্যা ছিলো দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ এবং জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন শিক্ষার্থী।  

দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।  

ফলাফলে দেখা যায়, এবার কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯টি। গতবারের থেকে এবছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩১টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২৭৯ টি। গতবার এ সংখ্যা ছিল ৯ হাজার ৪৫০।  

পরীক্ষার ফল www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।  
 
এছাড়াও জেএসসি ও জেডিসির ফল জানতে যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।  

গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়য়। যা শেষ হয় ১৮ নভেম্বর।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএ

** 
জেএসসি-জেডিসিতে গড় পাস ৮৩.৬৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।