ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

শীতের ছুটি শেষে বেরোবি খুলছে সোমবার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
শীতের ছুটি শেষে বেরোবি খুলছে সোমবার

বেরোবি(রংপুর): শীতকালীন ও বড়দিনের ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন সোমবার (০১ জানুয়ারি) খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

গত ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি শেষে এরইমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার দফতর সূত্র জানায়, সোমবার থেকে বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা শুরু হবে।

তবে গত বুধবার (২৭ ডিসেম্বর) থেকে যথারীতি শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

এর আগে ২০-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ২১-২৭ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।