ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাব ফেস্টিভাল মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাব ফেস্টিভাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সহ-সভাপতি শুভ রঞ্জন পালসহ অন্য সদস্যরা। ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মত হতে যাচ্ছে সাস্টসিসি জব ফেস্ট।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহ-সভাপতি শুভ রঞ্জন পাল।

লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে দু'দিনব্যাপী চাকরি বিষয়ক উৎসব।

উৎসবে বসুন্ধরা গ্রুপ, গ্রামীণফোন, ব্র্যাক, কনফিডেন্স গ্রুপ, দারাজসহ ১৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

সংগঠনের সভাপতি স্বপন আহমেদ জানান, উৎসবে ম্যানেজমেন্ট ট্রেইনি, এক্সিকিউটিভ পোস্টসহ প্রায় ৭০টি পদের জন্যে নিয়োগ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপ্নীল দাস।

‘স্টেপস টুয়ার্ড ইয়র ড্রিম’ এ উপলক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে ক্যারিয়ার ক্লাব।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।