রোববার (৩১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন।
বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিদ্যালয়কে মডেল ধরে অনুসরণ করতে হবে।
পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে উপভোগ এবং মিউজিয়াম পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসআই