ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফিরোজ, সম্পাদক রনি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফিরোজ, সম্পাদক রনি এটিজিএম গোলাম ফিরোজ ও মো. মোর্শেদ উল আলম রনি

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে এটিজিএম গোলাম ফিরোজ সভাপতি ও মো. মোর্শেদ উল আলম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল রাতে প্রকাশ করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জাহিদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. রেজাউল করিম শাহ্, কোষাধ্যক্ষ মো. আহসানুল কবীর, যুগ্ম সম্পাদক মোছা. মাহাবুবা আক্তার, দফতর ও প্রচার সম্পাদক মো. মাসুদার রহমান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল- আমিন, সমাজকল্যাণ সম্পাদক মো. ওবায়েদুর রহমান, সদস্য তাপস কুমার গোস্বামী, মো. ফিরোজুল ইসলাম, মো. জিয়াউল হক, এ কে এম রাহিমুল ইসলাম, এস এম আব্দুর রহিম।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা; জানুয়ারি ০১, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।