ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাউশি’র মহাপরিচালকের চলতি দায়িত্বে মাহবুবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মাউশি’র মহাপরিচালকের চলতি দায়িত্বে মাহবুবুর রহমান

ঢাকা: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
 

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তাকে চলতি দায়িত্বে ডিজি নিয়োগ করে রোববার (০৭ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
আদেশে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব পদোন্নতি নয়।

চলতি দায়িত্ব দেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।  
 
২০১৬ সালের ১৭ এপ্রিল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। মাহবুবুর রহমান রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে ছিলেন।
 
মাউশি ডিজি ড. এসএম ওয়াহিদুজ্জামানের মেয়াদ শেষ হয় রোববার (০৭ জানুয়ারি)।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।