ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী ২ মার্চ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী ২ মার্চ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মার্চের প্রথম সপ্তাহে তিন দিনব্যাপী (২, ৩ ও ৪ মার্চ) মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হবে।

রোববার (০৭ জানুয়ারি) মাৎস্যবিজ্ঞান অনুষদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

রেজিস্ট্রেশন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

ফিশারিজ গ্রাজুয়েটরা বাকৃবির ওয়েবপেজ http://www.bau.edu.bd/ ভিজিট করে অথবা সরাসরি http://fof50years.bau.edu.bd/registration/ লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ উপমহাদেশের মৎস্য শিক্ষার প্রথম স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ১৯৬৭ সালে যাত্রা শুরু করে। ২০১৭ তে মাৎস্যবিজ্ঞান অনুষদ ৫০ বছর পূর্ণ করে।

তিনদিনের অনুষ্ঠানমালাকে মৎস্য র‌্যালি, মৎস্য গবেষণা ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, মৎস্য মেলা, পোস্টার প্রদর্শনী, স্মৃতিচারণ, সাস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি দিয়ে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।