ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশের সাফল্যের গল্প অন্য দেশে প্রয়োগ করবে এডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বাংলাদেশের সাফল্যের গল্প অন্য দেশে প্রয়োগ করবে এডিবি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের ‘সাকসেস স্টোরি’ (সাফল্যের গল্প) বিশ্বের অন্যান্য দেশে প্রয়োগের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চেষ্টা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ।
 
 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাক্ষাৎকালে এ কথা জানান এডিবি’র কান্ট্রি ডিরেক্টর। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে এডিবি’র চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন এবং এডিবি বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে জানান।
 
মনমোহন বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ সফল। এ দেশের সাকসেস স্টোরি কিভাবে অন্যান্য দেশে প্রয়োগ করা যায়, এডিবি সে চেষ্টা করবে।
 
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি এডিবি’র প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাকসেস স্টোরি কিভাবে পৃথিবীর অন্যান্য দেশে প্রয়োগ করা যায় সে বিষয়ে জানতে আগ্রহী।  

আলোচনাকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এডিবি’র সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

বাংলাদেশে এডিবি’র আবাসিক মিশনের সিনিয়র সোশাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান এবং সিনিয়র এক্সটারনাল রিলেশনস অফিসার গোবিন্দ বার এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও মো. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।